যে দেশে খুন হলে কারো কোনো দায় না,
সে দেশে খুনি দের নাম নেওয়া যায় না।
খুন করে খুনিরা রাজপথে ঘুরছে,
নিহতের পরিবার ভয়ে ভয়ে ধুঁকছে।
খুনি দের দোষ দিয়ে যদি করে মামলা,
দুষ্কৃতকারী দের তেড়ে আসে হামলা।
যার আছে যত বেশি অর্থের যোগান,
আইনের ধারা গুলি গায় তার জয়গান।
কে বলে সে দেশে আইনের চোখ অন্ধ,
যে দেশে প্রতিবাদের সব পথ বন্ধ।
আর কতো দেখবো বেনামীর রক্ত?
কবে হবে দুর্গতের হাত খানি শক্ত?