পিষ্ট হওয়ার মৃত্যু মিছিল,
রোজ খবরের পাতায়;
আজ নতুবা কাল আমিও,
উঠবো ওদের খাতায়।
নিথর দেহ সদর পথে,
ঝরছে রক্ত কত;
ফিরবে বাড়ি, দিয়ে পাড়ি,
স্বপ্ন নিয়ে শত।
হাত রাঙানো নব্য যুগল,
পথ রাঙালো রক্তে;
আমলা প্রধান ব্যতিব্যস্ত,
স্বীয় ত্রুটি ঢাকতে।
কিনছে সময়, দিয়ে জীবন,
করতে উন্নয়ন;
নিয়ম করে, রোজ আমাদের,
ভাসছে দু-নয়ন।