দু মুঠো ভাত জোটেনি আজও,
ক্ষুধার পীড়া ভারি;
ছোট্ট খােকা রাগ ধরেছে,
মায়ের সাথে আড়ি।
লােকের বাড়ির ঘর খাটুনির,
মাইনে হয়নি আজও;
খােকার দীদাও বয়সে নয়,
ক্ষুধার ভারেই কুঁজো।
কর্তা বাবুর অঙ্গহানি কতটুকু বােঝা,
নির্মম এক নিয়তি যেনাে, বিত্তহীনের সাজা।
কর্দমের ন্যায় ঘৃণার জীবনে,
বাচার প্রবল আকুতি;
বিলাসী নয় আহার ই তাদের,
তিক্ত মনের ভক্তি।