আমি রবি ঠাকুরের ধ্রুব তারা নই,
যে অনন্তে অনাদির স্মৃতি খুঁজে বেরাবাে;
আমি নজরুলের অনামিকার ক্ষুধার্ত প্রেমিক নই,
যে তােমাকে এক পেয়ালায় চাইবো;
আমি শামসুরের সুতো কাটা ঘুড়ি নই,
যে মৃদু হাসিতে অত্যাচার মেনে নিবাে;
আমি জীবনানন্দের বন হংস নই,
যে স্তব্ধতার মাঝে শান্তি খুঁজে পাবাে;
আমি সুকুমারের আনন্দ মুখর রক্তধারা পাইনি,
যে আলােয় জীবন রাঙিয়ে নিবাে;
আমি এক আত্ম অনুসন্ধানী,
যে তােমাতেই খুঁজি নিজেকে,
তােমারই আঁখির ভাষায়, নিজেকে খুঁজে পাইবাে।