সূর্য যখন ফেলতো রশ্মি ভেঙে অন্ধকার,
পাখিগুলি গাইত গান হয়ে সুর কার;
শিশির ভেজা প্রান্তরে পা ফেলত রাখালিয়া,
দূর দিগন্তে ছুটতাে কিশাের হেলিয়া ধুলিয়া।
করত গােসল খেলার ছলে,
মাছ ধরিত নদের জলে,
পল্লী বধূ গাইত গান, ধান মুড়িয়ে মাঠে;
মাঝিরাও তুলতাে সুর, পারাপারের ঘাটে।
ছায়া যখন মাঝ বরাবর, চলছে রােদের খেলা;
কিষান দলও ক্ষান্তি দিলাে, নামবে ও বেলা।
আলাে যখন ধূসর হলাে,
কিশােরীরাও ছুটে এলাে,
খেলবে তারা গ্রাম্য খেলা;
সাজবে কেউ নব বধূ, সাজবে কেউ বর;
এভাবেই কেটে যাবে, পল্লী বিকেল বেলা।
অন্তপাড়ে সূর্য যখন,
প্রকৃতিও করছে সন্ধে বরণ,
গােধূলিও আসছে নেমে, বসবে সুরের মেলা;
এভাবেই কেটে যাবে, পল্লির সারা বেলা।