রক্তিম আভায় সূর্য যখন,
অন্ত পারে দাড়িয়ে,
মা হয়তাে ডাকবে এখুনি,
হাত দুখানা বাড়িয়ে।
শাসন মাখা সুরে বলবে আমায়,
আয়রে খোকা ঘরে,
আজিকের মতাে ক্ষান্তি দেনা,
খেলিস আবার পরে।
মর্জি ধরে আর্জি দিতাম,
কেনাে ডাকছাে তাড়াতাড়ি,
মা বলতেন বেলা ফুরােলেই,
ভুত নামবে সারি সারি।
দৌড়ে গিয়ে মুখ গুঁজিতাম,
মায়ের আঁচল তলে,
জাপটে ধরে হাসি মুখে মা,
নিতেন কোলে তুলে।