আমার আকাশ মেঘলা যখন,
রংধনু যে তুই;
বৃষ্টিস্নাত রূপালী আভায়,
তােকে আমি ছুঁই।
আধাে আলােয় ভালােবাসায়,
জরিয়ে রাখি বুকে;
মৃদু আলােয় সুখ একে দিই,
তাের অই নােলকে।
শ্রাবণ ধারার এই রাতে আজ,
সব তারাদের ছুটি;
সাক্ষী রবে নদের ঢেউ আর,
মেঘ পরীদের জুটি।
সবুজ পরী লাগছে তােকে,
জোনাকিদের আলােয়;
জানি হারিয়ে যাবি প্রভাত হলেই,
স্বপ্ন ভেঙে ধুলােয়।