আত্মজার জন্য বেঁচে থাকুন।
স্বপ্নের জন্য বেঁচে থাকুন।
জনকের কীর্তিতে মহীরুহ হতে অথবা
হৃদয়বেত্তা জননীর জন্য অথবা
যে সন্তান ভালবাসে, তার জন্য বেঁচে থাকুন।
অতি আদরের বোন,
অথবা একাত্ম বন্ধুর জন্য বাঁচুন।
পাশাপাশি হেঁটে চলা মানুষ অথবা
মনুষ্য প্রজাতিতে আত্মার আপন কেউ নাইবা হল,
গাছ, মাছ, পশু, পাখি,
কিন্নর অপ্সরাদের ভালবেসেই নাহয় বাঁচুন ।
একটি কবিতার কিছু লাইন
আপনার লেখার কথা,
অতএব প্রানপণে বেঁচে থাকুন।
আবারও যখন আমাদের দেখা হবে,
নিত্যকার মত,
আমার প্রতি রুষ্ট হতেই নাহয় বাঁচুন।
আমি একজনকে বলেছি,
আমার অতিপ্রিয় কালান্তরের আকাঙ্খিত মানুষটিকে
যতদিন তুমি সঁপে না দিচ্ছ একান্ত আমার রাখালিয়ায়,
ততদিন আমি তোমার কাছে ফিরবনা।
তিনি বলেছেন তথাস্তু,
এবং আমি তা প্রশ্নাতীত বিশ্বাস করি।
আত্মজা যখন
পরম মমতা আর বিশ্বস্ততার চাদর নিয়ে আসবে,
তখন তার চোখে থাকবে
আদিগন্ত বিস্তৃত ভবিষ্যত গাঁথা।
তখন আপনাকে আশীর্বাদ করতে আসতেই হবে।
অতএব আপনি বাঁচুন,পরমানন্দে বাঁচুন।