নিজেকে যায় না বোঝা সময়ের শ্রেষ্ঠতম অসময়ে-
জীবনের কঠিন-কবিতা; আমি আজ
বুঝবো কিভাবে?


একটুও; আবৃত্তি নয়, জানলে না
মুগ্ধতা কাব্যের-কলা!
প্রেমিক কিভাবে হবে?
দাঁড়ি-কমা, নিরবতা হয় যদি শব্দভেদী…
সেই সাথে, যদি থাকে , দরদ একটুখানি;
সােনায় সোহাগা সে-তো; আনমনে মনে হবে-


দূর্বোধ্য কবিতার প্রেম অধরাই যেনো; অ-কৌশলে
কি করে চলে, অসম বসবাস!
জীবন এখন; আবার অন্যরকম! তবু;
কোন কান্নার-রোল, চাই না।


০৬.০৩.২০২২