প্রশ্নটা জীবনের, গাছেদের মত - মাটিতে পা ,
দৃষ্টি সমান্তরাল, মাথাটা উঁচু হতে হয়।
মিসরের মমিও বাঁচে হাজার বছর- ক্লীব এর মত।
আত্মার জন্য আত্মহত্যা নয়,
আত্মদহন নয়,করি আত্মতৃপ্তি সঞ্চয়।


বেঁচে থাকায় আত্মতৃপ্তির খোঁজে
ঈদানিং শেকড়ও ছিঁড়ে যেতে চায়।
মাঝে মাঝে দূর্বাঘাস হতে ইচ্ছা করে,
প্রজন্ম থেকে প্রজন্মান্তর বাঁচার লালসায়।
বড্ড বোঝা মাথায়,
দৃষ্টি তুমিও কি সমান্তরাল বিষ্ময়?
চোখে রাজ্যের ঘুম।
জীবন কেন দুধভাত নয়?