তোমার দিবো কৃষ্ণচূড়া,বকুল অথবা বেলি ফুলের মালা। তীব্র রোদে ভেজা শার্টে ঘর্মাক্ত দেহ নিয়ে দাড়িয়ে থাকা মহাজাগতিক চোখ।


যেখানে ইচ্ছার গ্রহাণুপুঞ্জে প্রশান্তির বাতাস উদাসীন!কখনো আবার বিরহের সাথে রাত্রীযাপন,তন্দ্রায় সুখ লাভের আনন্দ হেমন্তে কাশফুল বর্ষায় কদমগুচ্ছ।
যাবে আমার সাথে চৈত্রে?


চিন্তায় অবসাদের বিলাশ আর আচমকা বৃষ্টির ঝমঝম নৃত্যে প্রকৃতির আন্দোলনে, যেখানে রৌদ্রস্নাত দিন শেষে শীতলতার স্নিগ্ধ ছোয়া কিংবা বর্ষার বাতাসে ঝিঝিপোকার মিচ্ছিলে হাসনাহেনার গন্ধ! যাবে তুমি!


কেন তাহলে মুক্তির উল্লাসে টিকেট বিতরণ!
দু মোঠো সুখের প্রাচুর্যে বিবাহ বন্ধন?
আচ্ছা প্রকৃতি কি মানুষকে তার মতো করতে পারে না! মুক্ত;উদার;সুন্দর।
যেমন,মুক্ত বাতাসে গাংফড়িং এর ছুটে চলা..খাদ্য ভান্ডার অনিশ্চিত তবুও ডানাগুলো কেমন জানি সতেজ প্রানবন্ত..


যাবে আমার সাথে?