আমি ছিলাম নিরব
আছি নিরব
রবো নিরব।
আমি নিরব,নিরবতাই সবকিছু
নিরবতাই আমার সঙ্গী।


নিরবতাই শান্তি
নিরবতাই কষ্ট
নিরবতাই অস্থির
নিরবতাই তুষ্ট


তুমি নিরব,পৃথিবী শান্ত
আমি নিরব,পৃথিবী ক্লান্ত।
তুমি নিরব,সব চুপ
আমি নিরব,সব ঠিক।


আমি পাপী,
আমি নিরব
শাস্তি নিরব
কষ্ট নিরব
সমাপ্তি নিরব,
নিরবতায় সবকিছু।


তুমি ছিলে নিরব
আজও নিরব
রবে নিরব।
নিস্বঙ্গতার সতীন নিরব,
নিরবতার স্বামী নিরব।


ছিল বিশ্বাস,
আজ বিশ্বাস নিরব।
ছিল ঝগড়া,
আজ ঝগড়া নিরব।
ছিল হাসিমুখ,
আজ হাসিমুখ নিরব।


আজ কথা নিরব,
শব্দ নিরব।
আজ দৃষ্টি নিরব,
অঙ্গভঙ্গি নিরব।
আজ আশা নিরব,
ভরসা নিরব।


সেই তুমি আজও নিরব
আছে নিরবতা,শুধুই নিরব।