অন্ধকারে শুঁকোতে দেবো এই সভ্যতাকে
মরিচা পড়া সভ্যতা,বিবেকবর্জিত সভ্যতা
বোমারু বিমান উড়ে,মানুষ পাখির মতো মরে
কবর দেবো দুর্গন্ধময় এই নরক সভ্যতাকে।


আবর্জনাময় পৃথিবী এখন বসবাসযোগ্য নয়
বড্ড কূট গন্ধ ভেসে আসে নেতার মুখ থেকে
এই হিংস্র বুলি নয় কোন সভ্য মানুষের মুখের
মীরজাফরদের প্রেতাত্মা ভর করেছে সভ্যতায়।


আমি এই সভ্যতাকে জ্বালিয়ে-পুড়িয়ে ফেলবো
যে সভ্যতা নয় মানুষের,নয় কোন মানবিকতার
যেখানে সত্য বলার শাস্তিতে শুলিতে সক্রেটিস
আমি সেই সভ্যতাকে জ্বালিয়ে-পুড়িয়ে ফেলবো।


সবুজাভ হারিয়ে হরিৎ হয়েছে উদ্যান-অরণ্যাদী
পারমানবিকের বিকট শব্দে হারিয়েছে শ্রবণশক্তি
নীল আলো-ছায়ার মাঝে হারিয়েছে বিবেক-দৃষ্টি
খিলখিল করে হাসে অসংখ্য জীবন্ত জানোয়ার।