গভীর রাত হইলে মাঝে মাঝেই মইরা যাইতে ইচ্ছে করে ক্যান?
বেবাক কষ্ট এতটুকু এক শরিলের মধ্য থাকলে আর কি বা হইবো বাজান!
হঠাৎ হঠাৎ ক্যান যে এমন পাগল পাগল লাগে।
ভালাই ছিলাম প্রেম করনের আগে।
সারা দুনিয়ার মানুষ রাত হইলেই ঘুমায় আর আমি আকাশ দেহি,তারা দেহি
সিগারেটের ধোঁয়া কোন পর্যন্ত উড়ে দেহি
বুকে কতো কষ্ট!
মনে হয় চিল্লায়া কান্দি
এখন আর কাঁদতে পারিনা ছোডো পোলাপাইনের মতো
মাইনষে বেক্কল কইবো হেই ডরে।
আসমানরে নিজের লাহান বিষন্ন লাগে মেঘ জমলেই
মন খারাপের কালোমেঘ জমলেই বৃষ্টি!
হুনছি,কাঁদলে নাকি মনডা হালকা হয়
আসমান ও কাঁদতে পারে ;অথচ আমি কাঁদতে পারিনা।