বিস্ফোরিত চোখ বলেছিল ফিরে আসো
ফের আরেকবার তাকাও
তবুও তাকাতে ছিল ভয়
যদি হয় পরাজয়
মায়ার বন্ধন যদি মারে টান
কি করে দেবে ব্যথার প্রতিদান
দূরত্বের মাত্রা ছিল ঢের বেশি
মায়াবতীর মায়ার জাদু ছোঁয়া ভুলে
দাঁড়িয়েছি আবার কারোর কূলে
তবুও মনে পড়ে সেই বিস্ফোরিত চোখ
যুগ পেরিয়ে আবার ও মনে পড়ে
অধর ছুঁয়ে যে বলেছিলে,আকাশ
বেদনার নীলে পুড়বে তিলে তিলে
তবুও জমেনি ক্ষোভ
করিনি অভিযোগ
সেইতো ফিরে আসা
দুখ-সমুদ্রে ভাষা
বিস্ফোরিত চোখে ছিল কত কথা
কত ব্যথা,জীবন জুড়ে ক্ষুধার বোধ
ঘৃণা করে জানি তুমিও করেছ শোধ।