এক কোটি জ্যোৎস্না দুজনে দেখবো বলে তোমাকে চেয়েছি
বুকের ভেতর নদী,চোখের মানচিত্র পড়বো বলে তোমাকেই চেয়েছি
হলুদ মাখা চাঁদের আলোয় তোমায় নিয়ে হাঁটবো বলে
রাত্রিবেলা দীঘির জলে পদ্ম তুলবো বলেই তোমাকে চেয়েছি।


কেমন করে পড়বে শাড়ী আকাশ নীলের
কেমন করে দেখবে আকাশ শঙ্খচিলের
কেমন করে লিখবে বলো উজান বিলের
কেমন করে শিখবে কথা শিশির জলের।


একটা জনম থাকবো বলে তোমাকেই চেয়েছি
বুকের ভেতর রাখবো বলে তোমাকেই চেয়েছি
সহস্র পথ একইসাথে একই পথে হাঁটবো বলেই
এক আকাশ নক্ষত্র দেখবো বলেই তোমাকেই চেয়েছি।