আমি আমার জীবনের গলিপথে হেঁটে দেখেছি
কতক অন্ধকার,কতক আলোক রাশি
কখনো আগ্নেয়গিরির লাভা,কখনো বরফগলা নদী
যৌবনের প্রথম বসন্ত মাতাল সমীরণ আমাকে বেশ উদাস করতো!
মিলন তৃষাতে বুক বেঁধেছিলাম দুইশত সত্তর দিন
কস্তুরী মেশানো মৃগনাভি পেতে মরিয়া হয়েছিলাম।


কখনো আমি সাদা কাপড় পরিহিত দরবেশদের সাথে চলেছি
কখনো কখনো দর্শনের নির্মম সত্য গল্প বলেছি
এরপর কত বসন্ত চলে গেছে ;কত শরৎ চলে গেছে
আমি আমাকেই হারিয়ে ফেলেছি তোমাদের ভিড়ে।


আমি আমাকে বুঝতে বুঝতে,আমাকে খুঁজতে খুঁজতে
চরম সত্যকে খুঁজে পেয়েছি
আমার জননী আমার প্রথম ইশ্বর
আমার মাতৃ জঠরে আমার প্রথম নিরাপত্তার দ্বার
আমি বুঝতে পেরেছি আমার জন্মদাতা নিজেই ইশ্বরের আত্মা
আর আমি ইশ্বরের সন্তান।।