রুপন্তী,কথা দিয়েছিলে
শরতের এক বিকাল হাঁটতে হাঁটতে দূরে কোথাও চলে যাবে
রংধনু যখন আকাশ জুড়ে থাকবে বলেছিলে
তখন আমার কাছে চলে আসবে
যখন বৃষ্টির জল ছুঁয়ে দেবে ঘরের টিনের চালা
বলেছিলে দস্যি বাতাস হয়ে থাকবে
অহোরাত্রি মিথ্যার ফুলঝুরিতে আমাকে ফাঁসিয়েছ
হাসিয়েছ প্রেমের নিষ্ঠুর ছলনাতে
মাঘের শীতের পরে গাছের পাতা যখন ঝরে যায়
তখন ভেবেছি তুমি ফাগুন মাসে ফুলের কুঁড়ি হবে
এখন দস্যি বাতাসে বৈশাখী ঝড় হলেই ভাবি রুপন্তী!
আমার খুব ভয় হয় রুপন্তী,খুব ভয় হয় যদি কল্পনা থেকে ও পর হয়ে যাও!
এইটুকু সম্বল আমার!