আজকাল কেমন যেন পানসে হয়ে যাচ্ছে সব আয়োজন
একে একে ঝরে যাচ্ছে আমার গোলাপের চারা
ধূসর কুয়াশা নেমেছে জীবনের প্রতিটি গলিতে
অন্তরালে ঢেকেছে আমার আকাশ,নদী,আমার চাঁদ
জ্যোৎস্নাকে ও আজকাল খুব বিষন্ন মনে হয়
আমার মতো কি সেও বুড়িয়ে গেছে আরো পঁচিশ বছর পর!
বরফের আস্তরণে গুপ্ত হয়ে আছে শতকালের জীবাত্মা
রুপন্তীর হাসি দিনশেষে এখন বিলীন প্রায়;কত্ত নিরুত্তর
উষ্ণ হাতে ছুঁয়ে অনুভূতিহীন শরীর!
আমার চন্দ্রমল্লিকার বাগান আজ বড্ড বিষন্ন গোধূলি বেলার মতো
একরত্তি জীবনে আর কতটুকু দিলে ভালবাসা বলে?
ভালবাসাহীন চাইনা একটা দিন,একটা রাত,চাইনা অনন্ত জীবন
পরিপূর্ণ একটি চুম্বনের জন্য এক হাজার রাত্রির অপেক্ষা
ইদানীং তোমার বিস্ফোরিত চোখের দিকে তাকাতেই ভয় করে রূপন্তী
প্রেমের দুর্দান্ত মুহূর্ত করেছি কতদিন পার সেই সব এখন পুরনো স্মৃতি
কেমন করে আমার সময় যাচ্ছে হয়ে লুট
কেমন করে জীবন থেকে নিচ্ছি ক্রমেই ছুট
ডায়েরির পৃষ্টা জুড়ে তোমার সাদা-নীল চিরকুট।