ভেতর জুড়ে ব্যথার নদী
জ্বলছে নিরবধি
এমন ব্যথার পাহাড় ছিলো
আমার জন্মাবধি।


নিজের সাথে চলছে যুদ্ধ
নিজের সাথে সন্ধি
নীতিবোধের সুতার টানে
খাঁচায় আছি বন্ধি।


কি যে দারুণ যন্ত্রণাতে
অষ্ট প্রহর থাকা
কষ্ট-দুখে মরছি ধুঁকে
জীবন হাতে রাখা।