পচা আঁশটে গন্ধে ভরে গেছে পৃথিবী।
এ গন্ধ জেলেপাড়ার-
পচা মাছের গন্ধ না।
এ গন্ধ পচা গলা মন আর বিবেকের।
এ কৃষকের বাড়ির পাশের-
ভুসো-জঞ্জালের গন্ধ নয়।
এ গন্ধ শিক্ষিত সভ্যতার-
ক্ষমতার অপব্যবহারের।
এ গন্ধ দূর কিংবা কাছ থেকে দেখে
অশিক্ষিত জেলে চাষিরা কখনো পাবে না।
কারণ এ গন্ধ শিক্ষিত সভ্যতার মজ্জায়
প্রবেশ করেছে।
আমরা জেলে, চাষি, ম্যাথরের গন্ধে
নাক ছিটকোই।
সে গন্ধ একসময় বাতাসে মিশে যায়।
যে সভ্যতার হৃদয় পঁচে গেছে-
হিংসা, বিব্দেষ, ক্ষমতায় স্তব্ধ হয়েছে বিবেক!
সে গন্ধ বাতাসে মেশে না।
খোকলা হয় ভিতর থেকে।
ধ্বংস হয় জাতি।