অনিশ্চিত ভবিষ্যতের পথে পা .....
ঘর ছাড়া যাযাবর আমি
মানুষের জীবনে ঠিক কতটা
সুখের প্রয়োজন !
ঠিক কতটা নিশ্চিত করা প্রয়োজন
অজানা ভবিষ্যতকে!
ঠিক কতটা প্রাপ্তি হলে
মানুষ নিজেকে সুখি মনে করতে পারে?
এই অজানা নিকৃষ্ট প্রশ্নের
আষ্টেপিষ্টে বাধা পরেছে মন ।
অনর্গল অশ্রু ধারা করছে প্রকাশ
ব্যবচ্ছেদে বিদীর্ণ হৃদয়ের ।
হায় সুখ ! তুমি এত নির্দয়!
তোমাকে পাওয়ার লোভে
আমার বর্তমান ছিন্নভিন্ন ।
তোমার অনুপম রাক্ষসী রূপ
আমার সমস্ত বর্তমান করেছে গলধঃকরণ ।
তোমাকে আশীর্বাদ করি সুখ
আমার বর্তমান খেয়ে তুমি সুখি হয়ো।
৩১/১২/২১