দেখা তো হল না প্রাণ সই,
হৃদ বেদনায় জ্বলে মলেম
দু:খ কারে কই।
প্রাণের প্রিয় সখা আমার
ভুলে আছে মোরে।
তবু মনে জাগে আশা
পেতাম যদি তারে।
ছলনায় ছলিয়া গেলো সখি
পথে ঘাটে কান্দি আমি
দু:খ কোথা রাখি।
অভাগিনী জনম দুখি
খুঁজিয়া বেড়াই।
পেলে বন্ধুর দেখা এবার
চক্ষে কি এড়াই!
কেশেতে বান্ধিয়া তারে
রখিব পিঞ্জরে।
না পাইলে যাব ম*ইরে
বিধিয়ে খ*ঞ্জরে।
দিবানিশি মরলেম জ্বলে
এ কেমন পিরীতি।
অভাগিনীর মন মানে না
স্মরি মধুর স্মৃতি।
দেখা তো হল না প্রাণ সই
হৃদ বেদনায় জ্বলে মলেম
দু:খ কারে কই।