ভালো লাগছে না একদম।
বিটখিটে দিন একটা।
অনেক গুলো কাজ ছিলো-
কিছুই করতে ইচ্ছে করছে না।
জানি কদিন পরে মনে হবে
ইশ!
সেদিনের মত একটু
হাত পা ছড়িয়ে সারাদিন
যদি কাটিয়ে দিতে পারতাম!
জানি।
তবুও আজকের দিনটা
ভালো লাগছে না।
একদম ইচ্ছে করছে না
বিছানা থেকে উঠে কিছু করি।
লেখালেখিটা বেশ ভালো।
উঠতে হয় না।  
খাতা কলম নেয়ারও ঝক্কি নেই।  
যারা ভাবে আমি খুউব কর্মঠো
তাদের জন্য বলি।
আমার মত অলসও আর নেই😁
এই যেমন -
আজ ছুটির দিন
আজ আমি কিচ্ছু করব না।  
কিংবা
আজ সে বাসায় নাই।
সুতরাং আজ তো আমি কিছুই
করব না।
অথবা
আজ ছুটি প্লাস সেও বাসায় নাই।
সো আজ খাওয়া দাওয়া সব বন্ধ😁😁
পাকস্থলীর একটা রেস্ট দরকার।
সে আসছে
দুই একটা দিন রেস্ট নেওয়া দরকার।
অতিথীরা চলে গেছে
কদিন একটু রেস্ট নিয়ে নেই।  
এই আমি।  এটাই আমি।
তবুও ভাল্লাগে না।  
কেন ভাল্লাগে না!
এই যে তুমি কানের কাছে
গরম কফির জন্য ঘ্যানঘ্যান
করলে না।
এতেই আজকের দিনটা মাটি হয়ে গেলো।
এই যে তোমার সাথে ইচ্ছেমত
মেজাজ খারাপ করতে পারলাম না
এটাতেই সব মাটি হয়ে গেলো।
এই যে তোমার পছন্দ মত রান্নাটা
করা হলো না।  
এতেই আমার সব সুখ চুলোয় উঠলো।
ধূর ধূর ধূর
কিছু ভালোই লাগছে না