রাত হয় আলো নেভে
থামে কোলাহল।
তুমিহীন আমি
এই কি জীবন!
এ কার অভিশাপে হৃদয় পোড়ে
এ কার নি:শ্বাসে জীবন ঘোরে।
সব আছে,  কিছু নাই
একাকী আমি।
পথ চলি নদীর মত
দু-ধার ভাঙি।
হাহাকারে ভরে ওঠে বুক
না পাওয়ার মাঝে
কি আর সুখ!
এতো ফুল ধরনীতে ফোটে
কার তরে এতো সাজ শয্যা!
যদি প্রিয়র সনে মোর
না হলো গো দেখা।
কথা কও ওগো কথা কও
ব্যাথা দিয়ে কোথা চলে যাও!
না চাহিতে এলে যদি
লুকালে কেন?
বারেক ফিরিয়া কেন
বাসিলে না ভালো?
রাত হয় আলো নেভে
থামে কোলাহল।
তুমিহীন আমি
বলো এই কি জীবন!