কথারা আর এলো চুলে নুপুর পরে আসে না'কো কাছে।
সব পাখি নীড়ে ফেরে তুমি সেই কবে চলে গেলে!
শূন্য আঙিনা শূন্য মাচা, সময়ের স্রোত মুচকি মুচকি হাসে।
তুমি ছিলে, মোর আঙিনায় ছিল শীত,বসন্ত,হেমন্ত
তুমি ফিরিলে না তাই হেথা আর এলো না বসন্ত।
হে মোর আশা ছায়া, আশা মরিচীকা!
ডুবায়ে চলিলে মোরে চারিদিক ভেঙেচুরে আপনি ভৈরবা।
কবে ফিরিবে প্রিয়ে! এ হৃদয় ভেঙেচুরে হয় ছারখার।
তোমারে না দেখে বাঁচি এই মোর বারানসী পার।
জানি ফের হবে দেখা,  ততদিন প্রেম যেন রয়।
মোর লাগি ঝরে কি হিয়া! হৃদয়ে দখিন বায়ু কি বয়!
তোমারে যাচি কি প্রিয়ে এই কি জানো!
যাচি প্রেম, যাচি ও পদপল্লব এই মানো।
সুখি হও প্রিয়া মোর সুখি হও তুমি
মোর লাগি ব্যাথিত না হইও কুমারী।
তোমা সনে না পারিনু,  শব্দ লয়ে করি জলকেলি
কথা কেশে নৈবেদ্য লাগি তুলেছি প্রেমের বেলি।
আসিও আসিও ঘাটে তরী লয়ে আছি বসে
মনে রেখো হে বালিকা ভুলিও না রোষে।