আমিও না হয় হলাম উড়নচণ্ডী
তুমিও আর আঁকলে না কো গন্ডি।
আমরা না হয় হলাম অন্যরকম
লোকে না হয় বলবে-
এ কেমন বৌয়ের রকম সকম!
তুমি বলবে হেসে -
বৌ কোথায় আর!
সে তো আমার চলার পথের সঙ্গী।
একে অন্যে বাধাই গোল
হোঁচট খেলে টেনে তুলি-
আমরা হলাম রঙ দুনিয়ার ঢঙ্গী।
শুনে সবে মুখ বেঁকাবে
মারবে একটু ভেঙচি।
বলবে তুমি, কি আর করার!
আমরা হলাম নদীর পাড়ের গাঙচিল।