বড় কঠিন প্রেম।  
কিছুতে নাই ছাড়াছাড়ি।
শীত,  বসন্ত লয়ে এতো হুড়োহুড়ি
গ্রীষ্মে কি করিলো?
তারে বিমুখ কি কারনে করি?
প্রেমিকার নীলাম্বরী উড়িবে একালেও,
চলে যাও সবুজের গ্রামে।
বিস্তীর্ণ মাঠের পাশে ছায়া ঢাকা গলি,
হেঁটেছো কি সে গলিতে, প্রেয়সীর
হাতখানি ধরি?
তবে তুমি জানিবে কি গ্রীষ্মের মহিমা!
গ্রীষ্মের দাবদাহে ঈশ্বরীয় বায়ু,
স্বর্গীয় মহিমায় ওড়ে নীলাম্বরী ঐ।
নরম কেশরাশি উড়ে উড়ে-
বারবার আন্দোলিত করে যায়
প্রেমিকের মন।
তুমি তা জানিবে কি মতে?
তুমি তো প্রেমিক নও।
গ্রীষ্মের প্রেম তুমি বুঝিবে কি মতে?
বড় বড় অট্টালিকা স্বপ্ন তোমার।
থাকো তুমি এসি লয়ে
গ্রীষ্মের তাতে কি আসে যায়!
ঘুষ খেয়ে গড়িবে দালান,
বন কেটে বানাবে বিলাস ব্যাসন,
দিনে দশবার স্টাটাস দিবে
আহা কি গরম!
গ্রীষ্মের তাতে কিবা আসে যায়!
প্রকৃতিতে করেছো প্লাস্টিকের কারখানা
মাটি পুড়িয়ে ইট।
আরো কতো আছে আর বলবো কত!
কিছু না পেয়ে মাইকে করো শব্দদূষণ!
কেন মাইক ছাড়া কি সুন্দর অনুষ্ঠান
হয়নি কখনো?
না তাতে হবে না।  
আমি শুনছি, তুমি বিরক্ত হও।
এজন্য গ্রীষ্মও একটু প্রেম দিয়ে যায়।
তাতে তুমি এতো চ্যাতো কেন?
সারা বছর এতো করেছো পীড়ন
এবার একটু প্রকৃতির প্রেম নাও।
তারও তো ইচ্ছে হয়
তোমাকে গভীর আলিঙ্গনে বেঁধে
নিবিড় চুম্বনে ভিজাতে।
প্রকৃতির নিবিড় প্রেমে এই যে
দুইবেলা গোসল করছো
তাও কি কম আনন্দের!