আমি যতই ভাবি যতই সাজাই
আমার মতন সব -
তুমি আমায় নিয়ে চলেছো
পিছনে ফেলে সব।
যখনই আমি সকল ভুলে আনন্দেতে মজি
তুমি আমায় ধাক্কা দিয়ে করাও সোজাসোজি।
যা নিয়ে মোর জাগে অহং তাই ভেঙেছো তুমি
পথের মাঝে রেখে আমায় তুলছ টেনে রোজই।
আলো বাতাস জল দিয়ে গো পুর্ণ করো ক্ষুধা
তোমায় ভুলে গেলেও আবার ঘুচাও সব দ্বিধা।
তোমার আসন পাততে মোরে শুদ্ধ হৃদয় দাও
যেমন তোমার হবে আবাস তেমন গড়ে যাও।
ভাসায়ে ডুবায়ে খাওয়ায়ে জল মারিলে তুমি
শ্বাস ফুরাবার আগেই আবার তুলিলে টানি।
ভুলে ভুলে আঘাতে আঘাতে করিলে গো চূর্ণ
দর্প ঘুচাতে রিক্ত করেছ, করিয়ে গো পূর্ণ ।
তোমার পথেই নিচ্ছ তুমি আমার অজান্তে
তুমিই মহান গুরু তোমায় চিনি না জন্মান্তে।
করুণাময় প্রভু আমার হৃদয় মাঝে থাকো
আমি না ডাকলেও, তুমি যতনে আমায় ডাকো।
জন্মের মত করো করুনা আর যেন না ভুলি
তোমার স্মরণ লয়ে তব প্রেমে হৃদয় খুলি।