বিরক্তিকেও বড় বিরক্ত লাগে আজকাল
আক্ষেপ,  অশ্রুবর্ষণে বড় লজ্জা অনুভব হয়
তবু যেন এরাই অযাচিত সঙ্গি হয়ে দাঁড়িয়েছে।
মনের ঘায়ে এক আস্তরণ প্রলেপ লাগাবে
এমন কাউকে খোঁজাই নিরর্থক।
পরিচিত আপনজেনেদের সাথে
কথা বলতে বড় বিরক্ত লাগে।
অপরিচিতের সাথে নির্লিপ্ত কথায় ঝামেলা নেই
দায় নেই
দায় সারবার অভিনয় নেই।
যেন দায় সারবার ব্যস্ত অনুকম্পায় ঘুরছে জগত।
আমি আর আমার এই চারপাশের দেয়ালগুলো
ছাড়া কোন কিছুই যেন আর জীবন্ত নয়।
কোথাও যাইনি আমি -
দেখিনি কোন পাহাড়
দেখিনি পাহাড়ের চূড়ায় সূর্যের চকচকে সোনালী আভা
দেখিনি প্রকৃতির অনিন্দ্য ঝর্ণাধারা।
নিজেরি অজান্তে অবলীলায় ঝরে পরে উষ্ণ অশ্রুধারা
তারই স্রোতে বহমান আজ এই জীবনধারা।
জীবনের এই যে এই মধুর বিরহ বেদনা
এও বুঝি কেউ কেউ লভে বা
তবু অসংযত
অবু উদ্ধত বাক্যবান
বড় সাধ জাগে লভি নির্বান।
বড় সাধ জাগে উঠে যেতে বহু দূরে- এ জর জগত
আর এর মায়া থেকে।
সকল অনুভূতি আর এই উষ্ণ অশ্রুবিন্দুদের
দিতে ইচ্ছে জাগে অবকাশ।
সকলকে মুক্তি দিক আমার এ মোহিত অশ্রুর অনুভূতি
আর আমার এ কর্কশ কন্ঠের আহাজারি