যে পথে নাই চরণ চিহ্ন
সেই পথেই সমাধি আমার।
পরবে না গো পায়ের ধূলো।
ঘাসও সেথায় হলো না যে
হৃদয় জমিন এমন কালো।
বাজে গো ঐ শ্যামের বাঁশি
দূর গগনে মেশে আসি।
মোর হৃদয়ে পশিল না
জগৎ প্রেমের এমন আলো।
মোর সমাধি বামে রেখে
যেও তোমার নিজ ভবনে।
তোমার চরণ ধূলো পেলে
স্বর্গ সুখের বালাই কাটে।
প্রিয়, প্রিয়  আমার প্রিয়
মোর সমাধির পরে তোমার-
প্রিয় গাছের ফুল ঝরিও।
দূর আকাশে মেঘের ভ্যালা
যাচ্ছে কেটে বয়স মেলা।
দেখা কি আর এ জনমে
হবে কিগো সঙ্গোপনে!
চোখ জ্বলে যায় দেখার আশে
পরশ সুধা শুধু যাচে।
যেথায় রও প্রিয় মোর
শেষ বেলাতে দিও দেখা
এই নিবেদন রইলো ঘোর।