সকলে প্রেম করে প্রেমে প্রেমে জগত ভরে
মম প্রেম তোমা সনে মিলনে বিরহে মরে।
তুমি নারী নও নর নও , তুমি মোর কাব্য
কখনো দীঘল চুল তব খোঁপা তাতে নব্য
কখনো আমি তব প্রেমি তব দীর্ঘ বাহু বক্ষ
তোমারে পাওয়া শুধু  মোর জীবনের  লক্ষ্য ।
কখনো অসীম তুমি হাতছানি দেও দূরে
আমি যাই ছুটে সব মোহ মায়া যায় উড়ে ।
কোথা ঘর আর কোথা মোর ঘরকন্যা
নয়নে নয়নে ঝরিছ তুমি করেছো অনন্যা ।


সকলে প্রেম করে প্রেমে মরে বাঁচে হে
আমি ভাসি ডুবি , হাবুডুবু তব বিরহে ।
তুমি মোর কাব্য , তুমি ছন্দ ওগো ললনা
চুমিব চরণে তব দীঘল কেশে বাঁধোনা !
জুড়িয়া রয়েছো ভুবনে মোর হে বীর
আড়াল করেছ শঠতা হতে , ওহে ধীর ।


তুমি পিতা মাতা বন্ধু সখা প্রেম প্রেমী
আমি তোমার যুগে যুগে অনুগামী
আমারে বাহুতে লহ, প্রাণ দেহ অবিরল
তোমারে লয়ে মোর যত কল্পনা কোলাহল ।
এসো এসো প্রিয় এসো এ মিলন সাগরে
দেহ ছাড়ি উর্ধ্বে উঠি জড়াবো তোমারে ।
তুমি মোর কবিতা, তোমাতে সমর্পণ
লহ এ অঞ্জলী তুমি মম জীবন দর্পণ ।।


তারিখ :জানুয়ারি ৭,২০২১