তৃঞ্চার্ত  সন্তানের মুখে পানি দিতে
ছাফওয়া-মারওয়া বিদীর্ণ করেছে মা!
এরা এতোটা অন্ধ!
এতোটাই বোকা!


ভালবাসে মা - ভালবাসাহিন মা!
পৃথিবীতে এনেছে মা - মৃত্যুঞ্জয়ী মা!
অলোকিত করেছে মা, অন্ধকারে মা!
তৃঞ্চা মিটিয়েছে মা, তৃঞ্চার্ত মা!
আগলে রেখেছে মা, ঝড়েভেজা মা!
অন্ন জোগায় মা - অন্নহিন মা!
ক্ষুধা বুঝে মা - অনাহারি মা!
ক্ষুধা নিবারণে মা, ক্ষুধার্ত মা!
তাইতো ভালবাসি মা, ভালবাসার মা।
পৃথিবীর সমস্ত নদীর নাম হোক - “মা”
পৃৃথিবীর সমস্ত ভাললাগার নাম হোক - “মা”
পৃথিবীর সমস্ত কীর্তির নাম হোক - “মা”
পৃথিবীর সমস্ত দরিয়ার নাম হোক - “মা”
পৃথিবীর সমস্ত আবিস্কারের নাম হোক - “মা”
পৃথিবীর সমস্ত সভ্যতার নাম হোক - “মা”
পৃথিবীর সমস্ত পর্বতচুড়ার নাম হোক - “মা”
পৃথিবীর সমস্ত মহত্ত্বের নাম হোক - “মা”
ভালবাসো মাকেই
সর্বোচ্চ ভালবাসা এখানেই।


--সৈয়দ মামুনূর রশীদ