কুয়াশার চাদরঢাকা কোন এক গভীর চন্দ্রিমা রজনী
স্রষ্টার অস্তিত্ব ছিঁড়ে বেরিয়ে আসল একঝাঁক আত্মা
কতেক রেলস্টেশন, বেশ্যাপল্লী কতেক অভিজাত পল্লীতে
ভিন্ন ফ্রেমে ভিন্ন জীবনের মহাপথিক তারা
পঞ্চাশ, সত্তর কিংবা শ’-সোয়াশত পথ পাড়ি দিয়ে
একদিন উড়াল দিল ফিরে যাওয়ার পথে
মিশে গেল মহাপথিক মহাশক্তির কুদ্রতি অবয়বে।


------------সৈয়দ মামুনূর রশীদ।