আষাঢ়ি শাড়ী উড়িয়ে উদাম বর্ষায়
বাদল নৃত্যে নেমেছে শ্যামা সুন্দরী
ভেজা উঞ্চতার কৃঞ্চকলি; শ্রাবনী
আমার আর কোথাও যাওয়ার নেই।


রাতভর বৃষ্টি দিনভর ঝরছে জল
মনের আঙিনায় উঠেছে কথার ঝড়
ভাসা জলের কলরবে ছন্নছাড়ার দল
আমার আর কোথাও যাওয়ার নেই।


মেঘের গর্জনে বিচ্ছেদের সুর
ষ্মৃতিরা আজ হয়েছে সুমধুর
রিমঝিম ছন্দে মিশাবো আনন্দে
আমার আর কোথাও যাওয়ার নেই।


তুমি আমার স্বপ্ন জাগানিয়া শেষ ইচ্ছে
বেঁচে থাকার দুরšত বাসনার বর্ণিল ডিঙে
ভাসাবো তরি ভাঙবো ভাবনার সব সিঁড়ি
আমার আর কোথাও যাওয়ার নেই।


তুমুল বৃষ্টিতে উঠে তুমুল করতালি
হৃদয়জুড়ে বাজিছে আজ বৃন্দাবনের বাঁশি
মনের কোনায় জ্বলে রাতের জোনাকি
আমার আর কোথাও যাওয়ার নেই।
----সৈয়দ মামুনূর রশীদ