পুরো সময়টা ছিল স্বপ্নের ঘোর
হাত-পা নেড়ে নেড়ে আমি শুধু
স্বপ্নের দুয়ার খুঁজে ফিরছিলাম
সারারাত তন্নতন্ন করে খুঁজেছি
দুগ্ধপোষ্যের স্তন খোঁজার মতো
দরজা সিঁড়ির সন্ধান, কিছুই পাইনি।
রাত পোহালে স্বপ্ন ভাঙে, দুয়ার খুলে
দুয়ারে নেই কিছুই, অনন্ত আশা
মরিচিকার মতো ঝাপসা,সব দুরাশা।
-------- সৈয়দ মামুনূর রশীদ