তুমি তো বেশ নিদ্রা যাও তুলোর বিছানায়
পথের ধূলায় পড়ে থাকি অলীক কল্পনায়,
গগন তোমায় লয়ে যায় নতুন ভ্রমনে
একই স্থানে বৃদ্ধ হলাম অন্ধ নয়নে!
কত গল্প শুনতে পাই যাদের দিয়েছো চোখ
ভাবনার মাঝে উথলে ওঠে গভীর কত শোক!
তোমার রাজ্য রাঙিয়ে তোলে ইন্দু-অরুন-আলো,
এবার প্রভু আমার গৃহে একটু আলো জ্বালো!
তুমি নাকি সবের প্রতি সমান রাখ দৃষ্টি
একবার শুধু রাখতে দাও তোমার চারু সৃষ্টি!