তোমার আছে পবন বায়ু      আমার আছে নিঃশ্বাস
তোমার না হয় আছে শক্তি   আমার আছে বিশ্বাস!
তোমার আছে চন্দ্র সূর্য     আমার আছে নয়ন
তোমার আছে প্রেম প্রীতি     আমার হৃদয় সুমন!
তোমার আছে সাগর সলিল  আমার আছে অশ্রুজল
তোমার আছে দিবা রাত্রি     আমার আছে বিহ্বল!
তোমার আছে শৈল গিরি      আমার আছে শির
তোমার আছে স্বর্গ রাজ্য     আমার ভগ্ন নীড়!
তোমার আছে বহ্নি-বন্যা     আমার আছে তেজ
তোমার আছে তৃপ্ততা          আমার মনে আমেজ!
বিচার করে তুমি দেখো     নেইকো কোনো ভেদ
তবু কেন সবাই করে          তোমার আমার প্রভেদ!