হৃদয় গগন মেঘলা যখন-কাব্য বৃষ্টি সৃষ্টি হয়;
বজ্রে আমার গর্জে আকাশ, হতাশার বাতাস বয়;


কাব্য নিয়ে ভাববো কি আর? ভাবার আবার সময় কই?
বাস্তবতার রাস্তা কঠিন,চলতে টলতে ক্লান্ত হই


অর্থটা তাই বাচার অর্থ-স্বার্থ চরিতার্থ হোক;
ব্যর্থ কবি অর্থ পেলে- ঘুচবে জীবন,মুছবে শোক।