আজ আমার বুকে আঘাত দিলে
কাল দিবে কার বুকে জ্বালা
এই নারী, হায়রে করলে অবহেলা।
এত এত প্রেম কি যে আর দরকার তোমার
বলে গেলেও পারতে
কেন খেললে আমার সাথে জীবনের বাজি ধরে
মিশে টানাটানির খেলা।
আমায় বল তুমি আজো আছি তোমারী
আর আমি দেখি গেট সাজানো তোমার বাড়ি
কত আলোক সজ্জা জ্বলছে অবিরত
আমার হৃদয় কেন করলে ক্ষত?
অভিনয় কি দরকার ছিল
সবইতো জানা গেল
পাত্র নাকি আমার চাইতে অনেক ভাল
তাইতো আঘাত দিয়ে বুকে
অন্যকে টেনে নিলে আপন সুখে।
বুকের জমিনে জায়গা দিলে অচেনা একজনকে
সেতো শুধু তোমার রুপ দেখেছ
আসলে কতটুকু চেনে সে
যাই হোক
সুখে থেকো শান্তিই হোক তোমার চিরসুখী
আমি না হয় হারিয়ে গেলেম
বুকের ভিতরেই থাকলো তোমাকে হারাবার ভয়।
কিন্তু তুমি
কতটুকু সুখে থাকবে সেটা আমার দ্বিধা দন্ডের বিষয়।
অভিশাপ নয় শান্তির বাতাস তোমার জমিনটাকে
যেদিন দুমরে মুচরে তচনছ করে দিবে
সেদিন আমায় তুমি খুজবে
এ আমার বিশ্বাস
আর কাঁদবে অকাতরে আমায় দেখার আশায় একটি নজর।