কে বলেছে মাগো তোমার খোকা নেই
তোমার খোকা আছে বাংলার আকাশে, বাতাসে
আছে সারে সাত কোটি মানুষের ভিরে।
তোমার খোকা রক্ত দিয়ে লিখে গেছে বাংলার নাম
হয়নিতো মলিন মাগো তোমার খোকার রক্তের দান।
তোমার খোকা দিয়ে গেছে মাগো আমাদের বাঁচার অধিকার
আরো ভেঙ্গে দিয়েছে মাগো পরাধীনতার দুয়ার
ভোরের সূর্য আজো উকি দেয় নতুন দিগন্তের সুচনায়
মাগো কে বলেছে তোমার খোকা নাই।
এ দেশ পেয়েছি মাগো তাদের উৎসাহ অনুপ্রেরনায়
পেয়েছি নতুন জীবন, আরো পেয়েছি কথা বলার স্বাধীন অধিকার
তোমার খোকার মত, শত শত খোকার জীবনের বিনিময়ে
পাওয়া এই স্বাধীন বাংলাটা।
তুমি দুঃখ করোনা মাগো তোমার পাশে আছে
এই বাংলার দামাল ছেলেরা।
তুমিতো মহান সেই বীরের মা
তোমার সম্মান অনেক বড় যার কোন তুলনাই হয়না।
তোমার খোকা নেইতো কি হয়েছে
আমরাতো আছি পাশে লক্ষ কোটি জনতা,
মাগো কে বলেছে তোমার খোকা নাই।
তোমার খোকা দুর আকাশের নক্ষত্র জোসনা
তোমার খোকা সুদুর নিলীমায় আলোক রেখা
তোমার খোকার দানেই পেয়েছে এই বাংলা স্বাধীনতা।


উৎসর্গঃ সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের প্রেরনায় আমরা এ দেশ পেয়েছি।