আমি আজো আছি তোমার পথো চেয়ে
চেয়ে আছি তোমার আপেক্ষাতে
দিন গুলি যে কেমনে কাটে
তোমায় বিহনে।
নির্বাক হাসি অশ্রু ভেজা চোখে
কতই মানায়,
সেই বুঝি আসলে তুমি
বরষার মেঘ হয়ে
মধু মায়ার বেশে।
না পারিলাম রাখতে ধরে
না পারিলাম দিতে তোমায় খেতে
জঙ্জাল আমার ছাড়েইনা পিছু
কেমনে আগে বারি।
নিজের মানুষ পর হইল কিবা আপন দোষে
নয় ছয় কি আর যায়রে বোঝা নষ্ট মন যার
উপর দেখে কিলাভ হবে আর
যার যার যে পথটি আছে
সেথায় ধরে যাও।