বলি আর কি
অবসর যেটুকু চিন্তাই আছি
আগামীর দিন কি বা যায় আসে
পৃথিবী শেষ করে দিল আজ করোনা ভাইরাসে।
-----------তাই বলি শোন --------------
যেওনাকো কাছে যার বেশি হাঁচি, কাশি আছে
নাক মুখে হাত এ যেন বড্ড বদঅভ্যাস
আজ আর নেই মাফ, দিতে হবে বাদ।
বাহিরের আগত কেউ এলে কাছে
কোন কথা নয় সোজাসুজি বলে দাও
দেখা হবে চৌদ্দ দিন পরে
কোয়ারেন্টাইন শেষে।
------এর মাঝে উপদেশ----------
যদি দেখ কারো
সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা
আর সাথে আছে মাথা ব্যথা
নেই কোন কথা
নিজেই তাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে
অথবা ফোন দিবে
করোনার অভিযোগের কর্মরত
ডাক্তারের কাছে।
হয়তো বেঁচে যাবে হাজার মানুষ
তোমার মরফতে,
পিছু লোকে বলবেই কিছু
দ্বিধা দন্ড নেই, তুমি এগিয়ে যাও
মনে রাখবে তুমি নিয়োজিত মানুষের সেবাই।
------------শেষ কথা------------
করোনার উপদ্রপ শেষ হবে নিমিশেই
সমাজের নিয়ম বদলাতে যেওনা
শুধু মেনে চলো
আজ থেকে আর ধরবনা অন্যের হাত
বাহিরে গেলে রাখব নাক মুখ ঢেকে।
দিব সাবান দুটি হাতে প্রতি বিশ মিনিট শেষে।
নাক মুখে হাত দেওয়া, একেবারেই বাদ
আপাদত প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া
দিতে হবে বাদ।
যদি দেখো লোক বল বেশি মিলে
আড্ডাটা জমজমাট বেশ
দরকার নেই যেওনাকো,
কষ্ট যদি হয় বেশি
তাকাও পরিবারের দিকে
তুমি ছাড়া তাদের পাশে দাঁড়ানোর মানুষ আছে কই।
সামান্য ভুলে নিঃশেষ হবে তুমি
সমাজের অবক্ষয়ে হারিয়ে যাবে আজীবনের জন্য
পরে রবে তোমার কৃত কর্মের ফসল
শুধু থাকবেনা তুমি ।
ভাবতেই অবাগ লাগে কে যেতে চায় এই পৃথিবী ছেড়ে
ওগো আল্লাহ মাফ কর এই করোনা ভাইরাস থেকে।