তোমার মরণ আসবে যে দিন রুখতে পারবেনা কেউ
ছিনিয়ে নিয়ে যাবে জীবন দুর বহুদুরে
থাকবেনা কেউ সেথাই থাকবে তোমার আমল।
কিসের এত বাহাদুরি তোমার পঁচা দেহে
নিমিশেই হবে মাটি চিরতরে।
কেন কর এত অহংকার পঁচা দেহ নিয়ে
বুঝবে সেদিন
যে দিন আর নিঃশ্বাস থাকবেনা দেহে।
যার জন্য কর তুমি দালন বাড়ী কোঠা
সেই তোমায় আর দিবেনা ঠাঁই,
শুনবেনা আর কোন কথা
দিবে চাপা মাটি নিথর দেহটাকে
পরে রবে অন্ধকার ঐ কবর মাঝে।
যাবেনা আর কেউ বছরেও তোমার কাছে
দুর থেকে দিবে হয়তো একটা সালাম
তাও সময় অসময়ে।
তুমি থাকবে অন্ধকার ঐ কবর মাঝে
কত মাস যাবে বছর গড়াবে যুগের পরে যুগ
দেখবে শুধু হয়তোবা তোমার সম্পদের তীর
ফিরে এসে ছিদ্র করে দিবে তোমারই বুক।
তখন পরবে মনে কেন বুঝিনি আগে
বিফল হবে তোমার রেখে আসা সকল সুখ।
দুঃখ ভারে অশ্রু চোখে কেউ হয়তো কাঁদবেনা বেশিদিন
শুধুই চাইবে তারা, ভোগ করতে তোমার রেখে যাওয়া সুখ।
লাভ নেই ভেবে দেখ
যতদুর পার নিজের জন্য কিছু একটা করো
মরতেই হবে মাফ নেই কারো।
তারে চেয়ে ভাল, বাহাদুরি ছাড়ো
এসো প্রার্থনা করি প্রভুর কাছে
শান্তিময় জীবন যেন হয় মৃত্যুর পরে।