জীবনের ধারা যদি বদলে ফেলা যেত
এ জীবন বিকিয়ে, কিনে নিতাম ভাল জীবনটাও।
যদি মুছে দেওয়া যেত শত আঘাতটা
তবে সেই কবেই ধুয়ে নিতায় হৃদয়টাকে।
যদি তোমায় ভোলা যেত সেই কবেই ভুলে যেতাম
ভুলে যেতাম তোমার নামটাও।
তুমি মানুষ নও তুমি নরর্দমার কীট
তুমি আমার জীবনের শেষ পরিণিত।
তোমায় যায়না ভোলা
শুধু হৃদয়ে আজ আমার বিষদের কাঁটা।
ক্ষত বিক্ষত হৃদয় ছড়ানো ছিটানো জীবন
এ তোমার উপহার ভোলা কি এতই সহজ।
জীবনের ধারা প্রবাহীত নদীর মতই
শুধুই ছুটে চলা যায়না ফিরে আসা।
গতিহীন জীবন করলে আমায় দান
হায়রে ভালবাসা এ তোমার অবদান।
ঋণী হলাম শুধরাতে দিলেনা সময়
অজান্তেই গড়ে নিলে ঘর।
কপালে তোমার লাল ফোটা পরনে লাল শাড়ী
আমায় পর বানিয়ে গেলে তুমি অন্যের বাড়ী।
এত পাষান এত নিষ্ঠুর হলে বল কেমনি
তোমার যোগ্যতায় প্রমাণ করলে তুমি
মেয়ে তুমি সত্যিই বড় পাষানী।