তুমি ছিলে একদিন আমারই স্বপনে,
ভালোবাসার গান গেয়েছিলাম দুজনে।
সেদিনের আকাশ আজও তো নীল,
কিন্তু সে ভালোবাসা রয়ে গেলো বিলীন।
তুমি আজ পরের, অন্য কারো ঘরনী,
চোখে তোমার আলো, মুখে হাসির ধরণী।
সিন্দুরের রঙে তুমি রাঙালে ললাট,
আমি রয়ে গেলাম পুরনো স্মৃতির পাত।
চোখ বন্ধ করলে, এখনো শুনি,
তোমার হাসির শব্দ, বাতাসে গুনগুনি।
কিন্তু সেই দিন আর আসবে না ফিরে,
আমার হৃদয় আজ পড়ে রইলো ধুলোবালির নীড়ে।
তবু প্রার্থনা, সুখী হও তুমি,
যেখানে থাকো, ফুল ফুটুক ভূমি।
আমি রয়ে যাবো একলা পথিক,
স্মৃতির শহরে, নিঃশব্দ শ্রান্ত এক চিত্রক।