আমি কেমন করে খুজব তোমায় বন্ধু
তুমি গেছো দুর পরবাসে
চির নিদ্রায় আছো ঘুমিয়ে আপন মনে
সাথে নিয়ে গেছে নিঃস্তব্ধতার সুখের বাসর।
তুমি বড়ই সুখী মানুষ নেই কোন চিন্তা
ভবের খেলায় আমি আছি তোমার সন্ধানে
খুজে ফিরি তোমার স্মৃতির পাতা।
আঁচকে উঠি মাঝে মাঝে ঘুমের ঘোরে
তোমায় স্বপন দেখি ঘুমের মাঝে
সারা রাত যায় পার হয়ে
শুধু তোমায় ভেবে ভেবে।
কেমন করে তোমায় ভুলি
তুমি আছো আমার জীবনের প্রতিটি ক্ষনে ক্ষনে
তোমার স্মৃতি
আমার জীবনের আনাচে কানাচে করে ঘোরাঘুরি।
কান্না চোখে ঘুমায় প্রতি রাতে,
তোমায় পাবার আশায় দিন যায় বয়ে।
ওগো বন্ধু আমি তোমার আশায়
আর কত কাল থাকবো বসে।
কত সোহাগ করে পিরিত শিখাইলা
আমি কি বুঝতাম পিরিতের কি জ্বালা
আজ বিচ্ছেদ সাগরে আমায় ভাসাইয়া,
তুমি আছো দুর অজানায় শান্তির ঘুমে ঘুমাইয়া।
আজ তুমি কোথায় রইলা
আর আমি কোথায়
একবারও কি তোমার মনে পরেনা।
কত কথা দিয়েছিলে যাবেনা কোনদিনও আমায় ছেড়ে।
আজ কোথাই রইলো তোমার কথা
শুধু দিয়ে গেলে এই বুক জুড়ে তোমায় হারানোর ব্যেথা।
কি করে থাকবো আমি ওগো বন্ধু
বলে যাও আর পারিনা সইতে জ্বালা।
তোমায় হারানো ব্যেথা আজ বুঝি
আমার জীবনে হয়ে গেছে কষ্টের মালা।