তুমি সুখে থেকো বাবা আমার লক্ষী সোনা
আমি যেমনি থাকি, ভেবনা তোমার পাশে থাকবেই আমার ছায়া।
আমায় রেখেছো অনাদ আশ্রমে তবুও ক্ষতি নেই বৌমাকে নিয়ে সুখে থেকো
আমার দাদু ভাই সেতো আমার জন্য অনেক পাগল
বড় কষ্ট হয় তাকে আগলে রেখ।
বাবা শুধু আমার চিন্তা কি জানো
সব সময়ই ভাবি, না জানি তেমার জায়গাটাও যদি এখানে না হয়।
তাইতো তোমায় বলতে চাই আমার মত তুমিও ভুল করোনা
দাদু ভাইকে মানুষ করো অন্তত সে যেন বোঝে
বাবা, মা জগতের শ্রেষ্ট সম্পদ।
নইলে আমাদের মত তুমিও আরেকটা ভুল করবে।
আমি চাইনা তোমার সুখের প্রাসাদ, লক্ষী সোনা আমার
তুমি অনেক জ্ঞানী মানুষ তাইতো চারিদিকে তোমার কত কত নাম
তোমার ছেলে মেয়েকে এত জ্ঞানী বানিওনা বাবা
দরকার নেই এ জ্ঞানের
শুধু তোমার জন্য মনটা কাঁদে
না জানি কখন শুনেত হয় তুমিও আমার পাশের বেডে।
এমন দিন যেন না আসে আমার জীবন দশায়
এই কামনাই করি বিধাতার কাছে।
তুমি সুখে থেক বাবা
আমি বৃদ্ধাশ্রমেই বেশ আছি।
বৌমাকে বলিও যতই কষ্ট হোক তবুও তার লাঞ্চনার চাইতে ভালো আছি।
তুমিতো আজ অনেক বড় হয়েছো
তাই আর আদেশ নয় বরং বিনয়ের সাথে বলছি
সোনা আমার তোমার সময় হবে
তাহলে মায়ের কবরে গিয়ে দুফোটা চোখের জল ফেলে এসো বাবা।
গত কাল বড্ড বাজে স্বপন দেখেছি তাই বললাম
না না যদি তোমার কাজের ক্ষতি হয় তাহলে দরকার নেই।
ও আর একটি কথা আগামী মাস থেকে তোমাকে আর টাকা দিতে হবেনা
এখানকার এক মাষ্টার মশাই আমার টাকাটা দিতে চেয়েছে।
বরং টাকাটা আমার পক্ষ হতে বৌমাকে দিও,
এমনিতে তোমার বেতন খুবই কম মাত্র পঞ্চাশ হাজার।
আর আমি সে সময় বেতন পাই পাঁচ হাজার  
পুরো সংসার চালিয়ে
তোমার জন্য মাসে দুটো দুধের কৌটা কিনতাম এক হাজার দিয়ে।
তবুওতো আমার কষ্ট হয়নি।
তবে কেন--- ও থাক
বাবা আমার দাদু ভাইকে বড়ই দেখতে মন চায়
অবসরে একদিন আমার কাছে নিয়ে এসো নয়ন ভরে দেখবো।
আজ আর নয়
আবার সময় হলে তোমায় সব জানাব
আমার শরীল খুব ভাল যাচ্ছেনা তাই মনটাও ভাল নেই
মাঝে মাঝে বুকের ব্যেথাটাও বাড়ে
ও তোমারতো আবার সময় নেই
ডাক্তার বাবু এসেছে দেখি কি হয়!