ভাবনার সাগরে ডুবে গেল তরী
কেমনে তোমায় আমি আর বিশ্বাস করি
কি করে ডাকব তোমায় আমার সোনামুনি
তুমিতো তুমি নেই হয়েছো ডানাকাটা পরী।
আজ কত জন ডাকে তোমায়
দেয় কত উপহার ভরি ভরি
আমার কি দরকার
হাতে নেই কোন পয়সা করি।
দাম নেই সমাজের কাছে
হেরে গিয়ে হয়েছি বড় অপরাধী
তুমি জয়ী তুমি সুখী
ধন্য তোমার অভিনয় বাজি।
সমাজের চোখে বড় করে তোমায় তোলা
তাইতো তোমার কাছে বড় বেমানান আমি
আজ সুদিন তোমার, আমি আজ কি আর বলি
তোমার কাছে মূল্য আমার সাগরে ভেসে যাওয়া সামান্য নুরি।
ধন্য আমি হেরে গিয়েও আজ বড় অপরাধী
তুমি সুখ কুরাও দুঃখগুলো ছুরে দাও ভরায় আমার থলি
করায় গোন্ডায় হিসাব হবে একদিন
যে দিন আমার দুয়ারে ভিরাবে তরী।
সুখে থেকো নন্দিনী সুখ আজ তোমারী
আমায় বানালে পরম ভিখারিনী
ভালবাসার কাঙ্গাল আমি
হাজার তালাশ করেও সুখ এলনা আর জীবনে।


= = = = = = = = = = = = = = = = = = = = = =