আমার হিয়ার মাঝে আছো মিশে
বাহিরে কেন আসনা।
তোমায় ছাড়া হৃদয় আমার বড্ড আজ অচিনা
তুমি আমার সবাই জানে, আসলে কি তুমিই আমার ঠিকানা?
দুঃখ তোমার জমা আছে হৃদয় ব্যাংকের ঠিকানায়
কষ্ট গুলো বাসা বাঁধে জীবন ঘরের আঙ্গিনায়।
মরব আমি ক্ষতি নেই তোমায় যদি নাহি পাই
লাভ কি হবে বেঁচে থেকে জীবন মৃত্যুর দরজায়।
সামনে যেতে এত মানা
কিসের আবার বিধি নিষেধ
মনের দরজা খোলা আছে, মানব না আর কোন মানা
তুমি যে মিথ্যে মানুষ ছলনা যে তোমার জানা।
চিরকালের আসা যাওয়া আর কত বাহানা
বললে বল নেই মানা খালি নেই ভালবাসা।
তাতেই খুশি, মেনে নিব ভাগ্য আমার শেষ ভরষা।